NBR_Web_Banner_03
NBR_Web_Banner_02
NBR_Web_Banner_01

কর কমিশনারের কার্যালয়

কর অঞ্চল-৩, ঢাকা

জনাব মনিরুল ইসলাম, সহকারী কর কমিশনার, পিতা-কেরামত বিশ্বাসের পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি প্রদান প্রসঙ্গে। ই-রিটার্ন রেজিষ্ট্রেশন, ই-পেমেন্ট ও ই-রিটার্ন দাখিল সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে অফিস আদেশ জনাব মোঃ মাহবুব হোসেন, উচ্চমান সহকারী, সার্কেল-৬৪, কর অঞ্চল-৩, ঢাকা এর সাময়িক বরখাস্ত আদেশ

কর কমিশনারের বার্তা

কর কমিশনার

কর অঞ্চল-৩, ঢাকা এর সকল করদাতাদের জন্য আমরা একটি কল্যাণধর্মী কার্যকর ও স্বচ্ছ কর পরিবেশ নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই কর অঞ্চলের ৪ টি রেঞ্জ এবং ২২ টি সার্কেল অফিসের সকল কর্মকর্তা/কর্মচারী কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে করদাতাদের জন্য একটি সেবামুখী গতিশীল ও করবান্ধব পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজস্ব সংগ্রহের পাশাপাশি করদাতাদের জন্য উন্নত ডিজিটাল সেবা প্রদানেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে করদাতারা সহজেই অডিটভুক্ত করদাতাদের তালিকা, অভ্যন্তরীণ ই-সেবা, e-Return বিষয়ক নানান দিক নির্দেশনাসহ অন্যান্য হালনাগাদ তথ্যাদি সর্ম্পকে জানতে পারবে।

এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজস্ব আহরণে ভূমিকা/অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

জনাব রাসেল চাকমা
কর কমিশনার
কর অঞ্চল-৩, ঢাকা।